RisingBD – Home
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:৫৮, ২৯ আগস্ট ২০২৫
গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনা প্রেস ক্লাবের সামনে স্থানীয় সাংবাদিকেরা মানববন্ধন করে।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলায় সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছেন সেখানে কর্মরত সাংবাদিকরা। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা গাজায় নৃশংস হামলা ও কর্মরত সাংবাদিকদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা নির্যাতিতদের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।
এ সময় খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, সাংবাদিক আবু হেনা মোস্তফা জামাল পপলু, এইচ এম আলাউদ্দিন, কৌশিক দে, আব্দুর রাজ্জাক রানা, কাজী শামীম আহমেদ, প্রবীর কুমার বিশ্বাস, সাদ্দাম হোসেন, অভিজিৎ পাল, কবির মুন্সি, সজল, হাবিব, নাজমুল, সাদী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/নুরুজ্জামান/বকুল