Google Alert – সেনাবাহিনী
প্রকাশিত: ২০:৫৯, ৬ সেপ্টেম্বর ২০২৫
গাজার সবেচেয়ে উঁচু আবাসিক ভবনটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। শনিবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ভবনটি হামাস তাদের আশ্রয়কেন্দ্রে হিসেবে ব্যবহার করতো এবং সেখানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক মজুত রাখা হয়েছিল। তবে গাজা কর্তৃপক্ষ ইসরায়েলের এই দাবি নাকচ করে দিয়েছে।
আল-জাজিরা জানিয়েছে, গাজা শহরের তাল আল-হাওয়া এলাকায় ইউএনআরডব্লিউএ ভবনের বিপরীতে আল-সুসির আবাসিক টাওয়ারটি অবস্থিত। এখানে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামাস ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান পর্যবেক্ষণের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহে ভবনটি ব্যবহার করছিল। এছাড়া ইসরায়েলি সেনাদের ক্ষতি করার উদ্দেশ্যে ‘ভবনের কাছে অসংখ্য বিস্ফোরক ডিভাইস পুঁতে রেখেছিল’ হামাস।
ইসরায়েলি সেনাবাহিনী এই দাবির সমর্থনে কোনো প্রমাণ সরবরাহ করেনি।
গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, “আমরা সম্পূর্ণ এবং বিশদভাবে প্রত্যাখ্যান করছি, ইসরায়েলি দখলদারিত্ব তাদের বর্বর আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার জন্য মিথ্যাচার এবং অভিযোগ প্রচার করেছে। আমরা এই টাওয়ারগুলোর বাসিন্দাদের সাক্ষ্যের ভিত্তিতে দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করছি যে এগুলো নজরদারিতে ছিল এবং কেবল বেসামরিক নাগরিকদেরই সেখানে প্রবেশের অনুমতি ছিল।”
ঢাকা/শাহেদ