Google Alert – সেনাপ্রধান
গাজা থেকে বন্দীদের মুক্ত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এমন ঘোষণা দেয়া হয়েছে।
ইসরাইলি সেনা প্রধান ইয়েল জামির বলেছেন, বন্দীদের মুক্তির নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তাহলে আমরা অবরুদ্ধ গাজায় অভিযান অব্যাহত রাখব।
তিনি আরো বলেন, আমার ধারণা, আগামী কয়েকদিনের মধ্যেই আমরা একটি অনুমান পেয়ে যাবো যে বন্দীদের মুক্তির জন্য আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারবো কিনা? যদি চুক্তিতে পৌঁছাতে না পারি, তাহলে বিরতিহীনভাবে গাজায় অভিযান চালিয়ে যাবো।
ইসরাইলি আর্মি সূত্র জানিয়েছে, গাজায় এখনো ৪৯ জন বন্দী রয়েছেন। তাদের মধ্যে কেবল ২২ জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদের লাশ রয়েছে।
সূত্র : আল জাজিরা