গাজা শহর দখলে ইসরাইলের সামরিক সাফল্যের নিশ্চয়তা নেই যে কারণে

Google Alert – সামরিক

প্রায় দুই বছরেও ইসরায়েল গাজায় সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি। সামরিক বিশ্লেষক এবং প্রাক্তন ন্যাটো কর্মকর্তা ইউসুফ আলাবার্দা আল জাজিরাকে বলেন, গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পনা ইসরায়েলি সেনাবাহিনীকে “সামরিক সাফল্যের” নিশ্চয়তা দিতে পারবে না।

 

তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত নয় যে, বন্দীদের কোথায় রাখা হয়েছে এবং প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক দক্ষিণের ঘনবসতি অঞ্চলে স্থানান্তরিত করার ফলে তাদের খুঁজে বের করা তাদের পক্ষে আরও কঠিন হয়ে উঠবে।

 

তিনি বলেন, পরিকল্পনাটি চারটি ধাপে বাস্তবায়িত হতে পারে। প্রথম ধাপ হবে জোরপূর্বক উচ্ছেদ, এরপরে বিমান থেকে বোমাবর্ষণ এবং তৃতীয় ধাপে কামান বোমাবর্ষণ; শেষ ধাপ হবে স্থল আক্রমণ।

 

আলাবার্দা বলেন, যদিও আরব-ইসরায়েলি যুদ্ধের মতো প্রচলিত যুদ্ধক্ষেত্রে ইসরায়েল সাফল্য পেয়েছে, তবে গাজা শহর দখলের ইসরায়েলের পরিকল্পনায় নগর যুদ্ধ শুরু হবে যা হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য উপযুক্ত হবে।

 

এদিকে, ইসরায়েলের গাজা শহর দখল এবং প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক দক্ষিণে ঘনীভূত অঞ্চলে স্থানান্তরিত করার পরিকল্পনা সত্ত্বেও শহরের অনেক ফিলিস্তিনি শহর ছেড়ে যেতে অস্বীকার করছে।

 

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান শাহিন বলেছেন, ফিলিস্তিন আশা করে আন্তর্জাতিক সম্প্রদায় আন্তর্জাতিক ও মানবিক আইনের পক্ষে দাঁড়াবে।

 

“গত ২২ মাস ধরে ফিলিস্তিনে যা চলছে তা গণহত্যা ছাড়া আর কিছুই নয় এবং এটি ইসরায়েলের সম্প্রসারণবাদী মতাদর্শের অংশ যা দখলকৃত ফিলিস্তিন রাষ্ট্রের পুরোটা দখল করতে চায়,” রামাল্লাহ থেকে আল জাজিরাকে বলেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *