গাজা সিটিতে ইসরায়েলের সামরিক অভিযান শুরু

Amarbangla Feed

ফিলিস্তিনি ছিটমহল গাজার প্রধান শহর গাজা সিটি পুরোপুরি দখল ও নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিত সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, তারা গাজা সিটিতে প্রাথমিক অভিযান ও হামলার প্রথম পর্ব শুরু করেছে।


বুধবার (২০ আগস্ট) এই অভিযান শুরুর আগে রিজার্ভে থাকা সেনাদের মধ্যে প্রায় ৬০ হাজার জনকে ডেকে পাঠায় ইসরায়েলি সামরিক বাহিনী। একই সময় দেশটির সরকার প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধ বন্ধ রাখতে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব বিবেচনা করে দেখছে বলে রয়টার্স জানিয়েছে।


ইসরায়েলি সামরিক বাহিনির মুখপাত্র এফি ডিফ্রিন সাংবাদিকদের বলেছেন, ‘আমরা গাজা সিটিতে হামলার প্রথম পর্ব ও প্রাথমিক অভিযান শুরু করেছি। এখন ইতোমধ্যে আইডিএফ বাহিনী গাজা সিটির আশপাশ দখল করে নিয়েছে।’


দেশটির এক সামরিক কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, এ রিজার্ভ সেনারা সেপ্টেম্বর থেকে কাজ শুরু করবেন আর গাজা সিটিতে অভিযানে মূলত এখন যারা সামরিক বাহিনীতে সক্রিয় তাদেরই পাঠানো হবে।


রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে থাকা দূরত্ব পূরণ করতে মধ্যস্থতাকারীদের কিছুটা সময় দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বুধবার গাজায় হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, ইসরায়েলি নেতা হামাসের ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটিকে দ্রুত পরাজিত করার নির্দেশ দিয়েছে।


আমারবাঙলা/এফএইচ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *