গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, একদিনে নিহত ৮১

Independent Television

গাজা সিটি দখলে প্রথম ধাপের অভিযান শুরু করেছে ইসরায়েল। নতুন এই অভিযান শুরুর পর ভূখণ্ডটিতে অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুয়ায়ী, ইসরায়েলি হামলা ও অনাহারে বুধবার ভোর থেকে অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এদিন ক্ষুধাজনিত কারণে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে, যাদের মধ্যে ১১২ শিশু।

এদিকে গাজায় পূর্ণাঙ্গ স্থল অভিযান চালানোর প্রস্তুতির অংশ হিসেবে প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনা আনছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার আইডিএফের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এসব রিজার্ভ সেনা আগামী সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করবে। তবে অভিযানে অংশ নেওয়া অধিকাংশ সেনা হবেন সক্রিয় দায়িত্বে থাকা সদস্যরা।  

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অভিযানের লক্ষ্য সব জিম্মিকে মুক্ত করা এবং হামাসকে পুরোপুরি পরাজিত করা। তবে আঞ্চলিক মধ্যস্থতাকারীরা একটি যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। নতুন প্রস্তাবে ৬০ দিনের যুদ্ধবিরতি এবং অর্ধেক জিম্মি মুক্তির শর্ত  থাকবে। হামাস এ প্রস্তাবে সম্মত হলেও ইসরায়েল এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। ছবি: রয়টার্স২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ওইদিন ১ হাজারের বেশি মানুষ নিহত হন, জিম্মি করা হয় অনেককে। এর পর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত ফিলিস্তিনির সংখ্যা দেড় লাখের বেশি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *