Jamuna Television
গাজীপুর সদর থানার সামনে প্রকাশ্যেই এক সাংবাদিককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আটক হয়নি কেউ।
গতকাল বিকেলে সদর থানার সামনেই হয় এ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা টেনে-হিঁচড়ে নিয়ে যায় আনোয়ার হোসেনকে। তারপর মারধরের পাশাপাশি ইট দিয়ে থেতলে দেয়া হয় পা।
সেসময় আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।
আহত সাংবাদিক দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় স্থানীয় সংবাদকর্মী আনোয়ার। চাঁদাবাজি নিয়ে সংবাদের জেরে এই হামলা বলে অভিযোগ করেছেন তিনি।
/এটিএম