গাজীপুরের ঘটনায় আজকের মধ্যে ব্যবস্থা না নিলে সরকারের বিরুদ্ধে চলে যাব: সারজিস

BD-JOURNAL

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, শনিবার রাতের মধ্যে যদি গাজীপুরের ছাত্র জনতার ওপর হামলার সঙ্গে জড়িত গ্রেপ্তার করা না হয় তাহলে তারা সরকার ও পুলিশের বিপক্ষে অবস্থানে চলে যাবে।

শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আজকে রাতের মধ্যে যদি গাজীপুরের ছাত্র জনতার ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হয় তাহলে সরকার ও পুলিশের বিপক্ষে অবস্থা নেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, ‘মিডিয়ার এতো তেল কেন? তারা এখনও আকম মোজাম্মেল হককে কীভাবে সম্মান দিয়ে সাবেক মন্ত্রী বলে।’

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা। শনিবার দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ছাত্ররা জেলা শহরে খণ্ড খণ্ড মিছিল বের করেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে একদল জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *