গাজীপুরে ঢালাইয়ের নিচে মেলেনি নারীর মরদেহ

RisingBD – Home


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৩১ ডিসেম্বর ২০২৪  


গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন তিনতলা ভবনের আরসিসি ঢালাইয়ের নিচে নারীর মরদেহ পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল এ তথ্য জানান। 

ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‍“আসামির দেখানো স্থানে মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে খুঁড়েও কোনো মরদেহের অস্তিত্ব পাওয়া যায়নি। এঘটনায় বাড়ির মালিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে নিখোঁজ নারীর বিষয়ে সিদ্ধান্ত হবে।”

এর আগে আজ সকাল ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকায় আব্দুল লতিফের নির্মানাধীন বহুতল ভবনের নিচ তলার পেছনের অংশে আরসিসি ঢালাই ভাঙার কাজ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

র‌্যাব জানায়, গত ২৭ ডিসেম্বর গাজীপুরের শ্রীপুর থানায় মোছা. তাছলিমা আক্তারের বাদী হয়ে তার মেয়ে মোছা. সুমাইয়া আক্তারের নিখোঁজ হওয়ায় মামলা করেন। এতে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের হানিফ (৪০) ও শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি গ্রামের জহির উদ্দিনের ছেলে মো. জয়নাল আবেদীনের (৩৮) নাম উল্লেখ করে ৩-৪ জনকে নাম না জানা আসামি হিসেবে উল্লেখ করেন।

পুলিশের পাশাপাশি র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্প মামলার তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে আসামি জয়নাল আবেদীন গ্রেপ্তার হন। তাকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। জয়নাল আবেদীন র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমাইয়াকে হত্যার পর বেড়াইদেরচালা এলাকায় আব্দুল লতিফের নির্মানাধীন তিনতলা ভবনের পেছনে একটি স্টোর রুমের নিচে দুই স্তর আরসিসি ঢালাই করে চাপা দিয়ে রাখা হয়েছে বলে জানান।

র‌্যাব-১ সদস্যরা আজ সকাল ১০টার দিকে ওই বাড়ির পছনের অংশের মেঝে ভেঙে মরদেহ উদ্ধারে অভিযান চালায়। তবে খোঁড়াখুঁড়ি করার পর নিখোঁজ নারীর মরদেহের সন্ধান পাওয়া যায়নি। 

পোড়াবাড়ি র‌্যাবের কোম্পানি কমান্ডার জুন্নুরাইন বিন আলম বলেন, “গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

ঢাকা/রফিক/মাসুদ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *