RisingBD – Home
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:০৯, ৬ জুন ২০২৫
গাজীপুরের শ্রীপুরে পিকআপভ্যানের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার উত্তরে সুফিয়া স্পিনিং মিলসের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ওই যুবক মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার চেষ্টা করেন। এসময় ঢাকাগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ এবং পিকআপভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে, ঘটনার পরপরই পিকআপচালক পালিয়ে গেছেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, ‘‘নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘাতক পিকআপচালককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’
ঢাকা/রফিক/রাজীব