গাজীপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২, জাল টাকাসহ বিদেশি পিস্তল উদ্ধার

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গাজীপুরে ব্রাজিলের তৈরি বিদেশি পিস্তলসহ মো. রাকিবুল হাসান (৪৩) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৬ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রায় তিন লাখ টাকার জাল নোটসহ মো. মাজহারুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে জিএমপি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ডিবি ডিসি এস এম শফিকুল ইসলাম।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক মোড়ে বিশেষ চেক পোস্ট থেকে রাকিবুলকে এবং চৌরাস্তা রহমান শফিংমলের সামনে থেকে মাজহারুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামের মৃত আজহার আলীর ছেলে রাকিবুল ইসলাম এবং কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার হাতড়াপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো. মাজহারুল ইসলাম সবুজ।

এস এম শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাজীপুরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *