গাজীপুরে হামলার ঘটনায় বিচার না হলে কঠোর কর্মসূচি: সারজিস

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র জাতীয় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সারজিস আলম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় নাগরিক কমিটি গাজীপুর জেলা ও মহানগর কমিটি আয়োজিত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

সারজিস আলম বলেন, গতরাতে হামলার ঘটনায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের যতক্ষণ পর্যন্ত কারাগারে পাঠানো না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

উল্লেখ্য, শুক্রবার গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় এলাকাবাসী সঙ্গে সংঘর্ষে ১৫ জন আহত হন। তাদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।

আহতদের দাবি, মোজাম্মেলের বাড়িতে তাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *