CHT NEWS
অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দিন। |
গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৮ জুলাই ২০২৫
খাগড়াছড়ির গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিন কর্তৃক
৮ম শ্রেণিতে পড়ুয়া এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে অবস্থান নিয়েছেন। চলছে সেনাবাহিনীর মহড়াও।
জানা গেছে, গতকাল রবিবার (২৭ জুলাই ২০২৫) বিদ্যালয়ে উক্ত ঘটনাটি ঘটে। পরে
বাড়ি ফিরে ওই ছাত্রী ঘটনাটি তার মাকে জানান। আজ সোমবার (২৮ জুলাই) সকালে ওই ছাত্রীর
মা-বাবা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে ঘটনার বিষয়ে অবহিত করেন। প্রধান শিক্ষক তাদেরকে
অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দিনকে বিদ্যালয় থেকে বহিষ্কারের আশ্বাস প্রদান করেন বলে জানা
গেছে।
এদিকে, উক্ত ঘটনা নিয়ে আজ সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ও গুইমারা উপজেলা নির্বাহী
অফিসার (ইউএনও) ভিকটিম ছাত্রীর অভিভাবকদের ডেকে মীমাংসার চেষ্টার খবর পাওয়া গেছে। তবে
কোন মীমাংসা হয়েছে কিনা তা এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত জানা যায়নি।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনী
মোতায়েন করা হয়েছে, রয়েছে পুলিশের উপস্থিতিও।
ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন
বলে খবর পাওয়া গেছে। তবে বিপুল সংখ্যক সেনা সদস্যের উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা
উদ্বেগ প্রকাশ করেছেন।
![]() |
বিদ্যালয়ে সেনাবাহিনীর এক সদস্যদের দেখা যাচ্ছে। |
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।