CHT NEWS
নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির গুইমারায় গত ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলার
সময় সেনাবাহিনীর গুলিতে নিহত তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার
স্মরণে ও তাদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের আহ্বানে
খাগড়াছড়ি জেলার দীঘিনালা, মহালছড়ি, লক্ষীছড়ি ও পানছড়িতে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন
করা হয়েছে।
আজ বৃহস্পাতিবার (৩০ অক্টোবর ২০২৫) বিকাল ৫:৩০টার সময় সাইরেন বাজিয়ে একযোাগে
এ কর্মসূচি পালন করা হয়। 
দীঘিনালা:
দীঘিনালা উপজেলা বাবুছড়া প্রধান সড়কে নারিকেল বাগান, আমতলি, বড়াদম, পুকুর
ঘাট, বাঘাইছড়ি দূঅর, নোয়াবাজার, ডিপি পাড়া এলাকার শ্রেণি-পেশার মানুষ গুইমারার তিন
শহীদ স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেন।
অপরদিকে বাবুছড়া নোয়াবাজার এবং বাবুছড়া কলেজ সংলগ্ন রাস্তায় ব্রীজ এলাকায়
ব্যবসায়ি, শিক্ষক, ধর্মীয় গুরু, ক্লাব ও ছাত্র সমাজ দীঘিনালা উপজেলা ও বাবু ছড়া এলাকাবাসী
ব্যানারে প্রদীপ প্রজ্বলন করা হয়।
পৃথকভাবে আয়োজিত এ প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
 
এতে ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, সুগত
প্রিয় চাকমা, আনন্দ মোহন চাকমা ও বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা।
মহালছড়ি:
গুইমারার তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে মহালছড়ি
উপজেলার ১নং মহালছড়ি সদর ইউপি’র ৯ নং ওয়ার্ডের দূরছড়ি ও ৪ নং মাইসছড়ি ইউপি’র ৭ নং ওয়ার্ডে’র
বদানালায় প্রদীপ প্রজ্বলন করা হয়।  
অপরদিকে, পার্শ্ববর্তী ১নং খাগড়াছিড় সদর ইউপির ২নং ওয়ার্ডের চম্পাঘাটেও
প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। 
লক্ষীছড়ি:
তিন শহীদের স্মরণে লক্ষীছড়ি উপজেলা সদর এলাকায় ও বর্মাছড়িতে প্রদীপ প্রজ্বলন
করা হয়। 
বর্মাছড়িতে প্রদীপ প্রজ্বলন কর্মসূচির অনুষ্ঠানটি আয়োজন করেন বর্মাছড়ি-সত্তা
এলাকাবাসী। এতে ফটিছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৫:৩০টায় সাইরেন বাজিয়ে প্রদীপ প্রজ্বলন
শুরু করা হয়।
পানছড়ি:
গুইমারার তিন শহীদের স্মরণে পানছড়ি উপজেলায় পুজগাঙ, বরকোণা ও কুড়াদিয়া ছড়ায়
প্রদীপ প্রজ্বলন করা হয় বলে জানা গেছে। তবে নেটওয়ার্ক সমস্যার কারণে কর্মসূচির বিস্তারিত
জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

 
                    







.jpeg)
