গুলশানে ৬৭ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেফতার ৯

Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৬৭ লাখের অধিক টাকার বিদেশি মদসহ ৯ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতার আসামিরা হলেন- সৈয়দ আসিফ (২৪),  মো. রাকিব খান (২০),  তানভির আহম্মেদ (২৮),  নয়ন চক্রবর্তী (২৮),  মো. বেল্লাল হাওলাদার (৪০),  মো. জহিরুল ইসলাম (৩৩) ,  সাগর নকরেক (২৭),  সাইফুল ইসলাম রকি (৩৪) ও মেহেদী হাসান শিকদার (৪০)।

বৃহস্পতিবার রাতে গুলশান এভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

তালেবুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে রাজধানীর গুলশান থানাধীন দক্ষিণ গুলশান এভিনিউ এলাকার ‘ব্লিস আর্ট লাউঞ্জ লিমিটেড রেস্তোরাঁ ও বার’ কর্তৃপক্ষের দেশীয় মদ কেরু অ্যান্ড কোম্পানীর অনুমোদিত ৫টি ব্যান্ডের বিক্রয়ের কথা থাকলেও তারা অবৈধভাবে বিদেশী নানা ব্রান্ডের মদ মজুদ করে বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৬৬ বোতল বিদেশী মদসহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

তিনি বলেন, উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬৭ লাখ ৯১ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় একটি নিয়মিত মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *