গুলিবিদ্ধ দীপঙ্কর বালাকে পাঠানো হলো

Bangla News

ঢাকা: জুলাই আন্দোলনে পায়ে গুলিবিদ্ধ দীপঙ্কর বালাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যবস্থা করা হয়েছে।

 

রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে ব্যাংককের ভেজথানি হাসপাতালে তাকে পাঠানো হয়।


এর আগে দীপঙ্কর বালা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  


সোমবার আরও পাঁচজনকে ব্যাংককে পাঠানো হবে। তারা সকাল সাড়ে আটটায় বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।  


এর মধ্যে চারজন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), আরেকজন পিজি হাসপাতালে চিকিৎসাধীন।


এদিকে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ রবিউল হোসাইন পলাশকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে ব‍্যাংককের ওই হাসপাতালে পাঠানো হয়েছে।


শনিবার বেলা সাড়ে ১১টার বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তাকে পাঠানো হয়। তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।  

 

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪

আরকেআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *