গোপালগঞ্জে ডিসির বাসভবনে হামলার ঘটনায় মামলা

RisingBD – Home

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা চলকালে জেলা প্রশাসকের বাসভবনে হামলার ঘটনায় ১০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ১৬ জুলাই এনসিরি সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা চলাকালে জেলা প্রশাসকের বাসভবন ভাঙচুর করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় আজ বুধবার বিকালে গোপালগঞ্জ সদর থানার সহকারী উপ- পরিদর্শক (এএসআই) ফারুক হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলা নাম উল্লেখ করে এবং নাম না জানা ১০১ জনকে আসামি করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মতিয়ার মোল্লা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামী লীগসহ দলটির সহযোগী সংগঠনের ৪৪৭ জন নেতাকর্মী ও সমর্থকদের নাম এবং নাম না জানা ৫ হাজার জনকে আসামি করে অপর একটি মামলা করেন।

এখন পর্যন্ত দায়ের করা মোট ১৪টি মামলায় ১৫ হাজার ৭৩১ জনকে আসামি করা হয়েছে।

গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভন্ডুল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। দিনভর চলা সংঘর্ষে পাঁচজন নিহত ও পুলিশ সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *