গোপালগঞ্জে সংঘর্ষের পরদিন সকালের পরিস্থিতি যেমন

Google Alert – সেনাবাহিনী

ছবির উৎস, Manoj Kumar Saha

ছবির ক্যাপশান, থমথমে পরিবেশ বিরাজ করছে গোপালগঞ্জে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গতকাল বুধবার গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হয়। এর পর রাত থেকে শুরু হয় কারফিউ যা এখনো চলছে। পুরো জেলায় এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সেখানকার স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে জানা গেছে, কারফিউ জারির পর থেকে গোপালগঞ্জের রাস্তাঘাট প্রায় জনমানবশূন্য।

“এখন পর্যন্ত শহরের সব দোকান-পাট বন্ধ। দু’একটা রিকশা চলছে। রাস্তায় সেভাবে কাউকে দেখা যাচ্ছে না,” থানায় যেতে যেতে বিবিসিকে বলছিলেন সেখানকার একজন সাংবাদিক।

তিনি জানান, কারফিউ জারি করার পর থেকেই এই অবস্থা গোপালগঞ্জে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *