Google Alert – আর্মি
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতাঃ গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুরে সেনা অভিযানে ইয়াবা, বিদেশী মদ, টাকা সহ ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের লেঃ জাকারিয়া মাসুদ এর নেতৃত্বে একটি টহল দল রাণাপিং ফাজিলপুর এর মাদক ব্যবসায়ী রানা মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ৪০ বোতল মদ, ইয়াবা ১শত পিস,নগদ ৬৬ হাজার ৬শত টাকা, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল, এবং দুটি কাঁচি উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- রানা মিয়া ( ৪৫), মোঃ রকি আহমদ (২১), তানজিনা জান্নাত (২৩), মোঃ শাহী আহমদ (১৭) মো: লিমন (১৮), মো: টিটন চন্দ্র (২৪)।
আটককৃতদের গোলাপগঞ্জ মডেল থানায় কাছে হস্তান্তর করা হয়।