গ্রেপ্তারের ১১ ঘণ্টা পর ২ আসামির জামিন

RisingBD – Home

প্রকাশিত: ১৭:৪৩, ৬ জানুয়ারি ২০২৫  


রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তারের ১১ ঘণ্টা পরই জামিন পেয়েছেন দুই আসামি।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।

আসামিরা হলেন জাতীয় বিপ্লবী পরিষদের দুই কর্মী মো. শরীফ মিজি ও মো. কোরবান শেখ হিল্লোল।

এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর প্রশান্ত কুমার সাহা। আসামিপক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় তাদের জামিনের আদেশ দেন।

এর আগে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি দুপুর ২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে অংশ নেন ফারুক হাসান। তিনি সবাবেশে বক্তব্য দেওয়ার সময় আসামিরা কয়েকবার তাকে বাধা দেয়। পরে বক্তব্য শেষ হলে পরিকল্পিতভাবে আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ৫ জানুয়ারি ফারুক হাসান বাদী হয়ে মামলা করেন। 

ঢাকা/মামুন/এসবি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *