Google Alert – আর্মি
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে আরাকান আর্মির সদস্যসহ দুজনকে আটক করা হয়েছে। রোববার সকালে তুমব্রু পশ্চিম কুল চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে তাদের আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-রাঙামাটি সদর উপজেলার বেদবেদি গ্রামের জ্ঞান রঞ্জন চাকমার ছেলে নয়ন চাকমা এবং মংডুর ডেকুবুনিয়ার মেদাইক গ্রামের উছলা চাকমার ছেলে উলাই চাকমা।
সোমবার সকালে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদে উলাই চাকমা নিজেকে আরাকান আর্মির বিশ্বস্ত সহযোগী বলে স্বীকার করেছেন। তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে। থানায় এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করেও বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, সীমান্ত এলাকায় সম্প্রতি আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি কঠোর নজরদারি এবং তল্লাশি কার্যক্রম জোরদার করেছে।