ঘুমধুম সীমান্তে আরকান আর্মির ২ সহযোগী আটক

Kalbela News | RSS Feed

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুমের তুমব্রু পশ্চিম কুল চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে আরাকান আর্মির দুই সহযোগীকে আটক করেছে বিজিবি।

রোববার (১৮ আগস্ট) দুপুরে আটকের ঘটনা ঘটলেও মধ্যরাতে কক্সবাজারে বিজিবির ৩৪ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকদের মধ্যে মিয়ানমারের ডেকুবুনিয়া গ্রামের উছলা চাকমার ছেলে উলাই চাকমা (২৪) আরাকান আর্মির সহযোগী। অন্যজন তার সহযোগী বাংলাদেশের রাঙামাটি শহরের জ্ঞান রঞ্জন চাকমার ছেলে নয়ন চাকমা (৩০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুরে তুমব্রু পশ্চিম কুল চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে তুমব্রু বিওপির সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সহযোগী।

তারা জিজ্ঞাসাবাদের এসব তথ্য দেওয়ার কথা জানানো হয় ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে।

আটকদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে সোপর্দ করার কথাও জানায় বিজিবি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *