চকরিয়ায় বিএনপির সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, অতিথি সালাহউদ্দিন আহমদ

Google Alert – পার্বত্য অঞ্চল

দীর্ঘ পাঁচ বছর পর চকরিয়া উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৩ আগস্ট। চকরিয়া সরকারি কলেজ মাঠে এ সম্মেলন আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ।

চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব এনামুল হক জানান, নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। অন্তত ৫০ হাজার মানুষের অংশগ্রহণের লক্ষ্যে মাঠ প্রস্তুত করা হচ্ছে। প্যান্ডেল, মঞ্চ ও অন্যান্য প্রস্তুতি কাজ চলছে দ্রুত গতিতে।

সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে, যার আহবায়ক সাবেক ছাত্র ও যুবনেতা জাহাঙ্গীর ভুট্টো। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক, আলী আহমদ মেম্বার, আলহাজ্ব কুতুবউদ্দিন এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ এম ওমর আলী। এছাড়া কাজের সুবিধার্থে ৬-৭টি উপকমিটিও গঠন করা হয়েছে।

চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী জানান, সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন সাবেক এমপি হাসিনা আহমদ। উদ্বোধক হিসেবে থাকবেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য সিনিয়র নেতারাও উপস্থিত থাকবেন।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক জাহাঙ্গীর ভুট্টো জানান, সম্মেলনে সভাপতিত্ব করবেন আহবায়ক আলহাজ্ব এনামুল হক এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব এম মোবারক আলী।

উল্লেখ্য, সর্বশেষ চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ১২ মার্চ। তখন সভাপতি ছিলেন আনসারুল ইসলাম বাবুল মিয়া এবং সাধারণ সম্পাদক ছিলেন অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী। পরবর্তীতে কমিটি বিলুপ্ত করা হয়। এরপর একাধিকবার আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়। সর্বশেষ গত ৫ আগস্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়, যেখানে এনামুল হককে আহ্বায়ক এবং এম মোবারক আলীকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *