চট্টগ্রামে ছাত্রদল কর্মী আরিফ হত্যা: দুই আসামি গ্রেফতার

Bangla Tribune

চট্টগ্রামের হাটহাজারী থানার ছাত্রদল কর্মী আরিফ হোসেন হত্যা মামলার পলাতক দুই আসামি মো. মানিক (৪২) এবং মো. জাহাঙ্গীর আলম প্রকাশ গিট্টু জাহাঙ্গীরকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, নগরীর বায়েজিদ বোস্তামী থানার জালালাবাদ এলাকা থেকে মো. মানিককে গতকাল শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন কাকাতুয়া এলাকায় অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর আলম ওরফে গিট্টু জাহাঙ্গীরকে র‌্যাব-১১-এর সহায়তায় গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. মানিক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার মো. রফিকের ছেলে এবং মো. জাহাঙ্গীর আলম প্রকাশ গিট্টু জাহাঙ্গীর চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত জনাব আলীর ছেলে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানিয়েছেন, নিহত আরিফ হোসেন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন সন্দ্বীপ কলোনির জঙ্গল দক্ষিণ পাহাড়তলী এলাকায় বসবাস করতেন। স্থানীয় মহিউদ্দিন শিবলু এবং তার অন্যান্য সহযোগীরা এলাকায় মাদক ব্যবসা ও অবৈধভাবে মাটি কেটে জমি দখল করে আসছিল। নিহত ভিকটিম আরিফ এবং সাখাওয়াত হোসেনসহ এলাকাবাসী তাদের অবৈধ কাজে বাধা দেওয়ার কারণে মহিউদ্দিন শিবলু এবং তার অন্যান্য সহযোগীরা তাদের হত্যার হুমকি প্রদান করে।

পরবর্তীতে গত ৮ জুন রাত সাড়ে ১১টায় জেলার হাটহাজারী থানাধীন সন্দ্বীপ কলোনির সামনে পাকা রাস্তার ওপর থাকা ভিকটিম আরিফ এবং সাখাওয়াত হোসেনকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে মহিউদ্দিন শিবলু এবং তার অন্যান্য সহযোগীরা ১টি সিএনজিচালিত অটোরিকশা এবং ৩টি মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় নিহত ভিকটিম আরিফ হোসেন দৌড়ে পালানো চেষ্টাকালে তার শরীরের বিভিন্ন স্থানে এবং পেটে গুলি লেগে নাড়িভুঁড়ি বের হয় যায়। এ সময় ভিকটিম মাটিতে লুটিয়ে পড়লে মহিউদ্দিন শিবলু এবং তার অন্যান্য সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবার এবং স্থানীয় লোকজন আরিফ হোসেনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গত ১১ জুন আরিফ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় তিন জন এজাহারনামীয় এবং ৬ থেকে ৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলার দায়ের করেন। গ্রেফতার দুই জনকে জেলার হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *