Google Alert – পার্বত্য অঞ্চল
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় ট্রান্সফরমার মেরামতের সময় মো. তসলিম (৪২) নামে এক বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার দুপুর ১২টার দিকে উত্তর কাট্টলীর কর্নেল জোন্স সড়কের কলাবাগান এলাকায় মহিমা মাস্টার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মো. তসলিম বিস্ফোরিত ট্রান্সফরমার পরিবর্তনের পর খুঁটিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন । এরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে তিনি খুঁটি থেকে নিচে পড়ে যান।সঙ্গে সঙ্গে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাহাড়তলী বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন বলেন, “দুর্ভাগ্যজনকভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।