Google Alert – পার্বত্য অঞ্চল
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার (৩০ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।চট্টগ্রামের ১২টি হাসপাতাল ও ল্যাবে ২১৯ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতাল ও ল্যাবে পরীক্ষায় ১০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।
এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জনের পরীক্ষায় ১ জন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৩৮ জনের পরীক্ষায় ৭ জন, ন্যাশনাল হাসপাতালে ৮ জনের পরীক্ষায় ১ জন এবং এপিক হেলথ কেয়ারে ৫১ জনের পরীক্ষায় ১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
আক্রান্ত ১০ জনের মধ্যে ৯ জনই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি মাসে ১৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৪ জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ৭২ ও পুরুষ ৭২ জন রয়েছেন। চট্টগ্রামে চলতি মাসে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে গত চব্বিশ ঘণ্টায় ১২টি হাসপাতালে ২১৯ জনের পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতালে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।’
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।