চট্টগ্রামে পাহাড়ী শ্রমিক ফোরামের উদ্যোগে ‘মে দিবস’ পালিত, উৎপল তঞ্চঙ্গ্যার মৃত্যুর বিচার দাব

Hill Voice on Facebook

চট্টগ্রামে পাহাড়ী শ্রমিক ফোরামের উদ্যোগে ‘মে দিবস’ পালিত, উৎপল তঞ্চঙ্গ্যার মৃত্যুর বিচার দাবি

হিল ভয়েস, ১ মে ২০২৫, চট্টগ্রাম: আজ (১ মে) মহান মে দিবস উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের উদ্যোগে এক মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
‘শ্রমিক শোষণ বন্ধ করে অধিকার নিশ্চিত করুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন করুন’-এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের ব্যারিস্টার কলেজ মেইন রোড সংলগ্ন এলাকায় এই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
জ্যোতিময় তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ী শ্রমিক ফোরামের নেতা জগৎ জ্যোতি চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা অনিল বিকাশ চাকমা ও সোনাবি চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক নেতা ডিসান তঞ্চঙ্গ্যা। এছাড়া এতে সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন হৃদয় তঞ্চঙ্গ্যা।
সমাবেশে জগৎ জ্যোতি চাকমা মহোদয় বলেন, যুগ যুগ ধরে শ্রমিক সমাজ প্রতিনিত নির্যাতিত নিপীড়িত হয়ে আসছে। ১৮৮৬ সালে তৎকালীন সময়ে যুক্তরাষ্ট্রের হে-মার্কেটের সামনে শ্রমিকরা নিজেদের অধিকারের জন্য সমাবেশে উপস্থিত হলে পুলিশ নির্বিচারে তাদের উপর গুলি বর্ষণ করে এবং ১১ জন শ্রমিক শহীদ হন। শ্রমিকদের আন্দোলনের সেই ঘটনার স্মৃতি থেকে মহান মে দিবসের উৎপত্তি। এই দিনটি সারা পৃথিবীব্যাপী যথাযথ মর্যাদায় পালন করা হয়।
তিনি আরও বলেন, গত ২৮ এপ্রিল চট্টগ্রামের সিইপিজেড এলসিবি নামক গার্মেন্টস এর কর্মী উৎপল তঞ্চঙ্গ্যাকে অসুস্থ অবস্থায় কাজ করতে দেওয়া হয়। এতে উৎপল তঞ্চঙ্গ্যা অসুস্থ হয়ে মারা যান। পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরাম মনে করে, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তিনি সেসময় সেখানে দায়িত্বে থাকা সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেনকে যথাযথ শাস্তি প্রদানের দাবি জানা এবং ঘটনার সুষ্ঠু বিচার না পেলে পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরাম আবারোও সকল আদিবাসী শ্রমিকদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানান।
অনিল বিকাশ চাকমা বলেন, আজকের এই দিনটি বিশেষ একটি দিন। এই দিনটি শ্রমিকের অধিকার আদায়ের দিন। তিনি আরও বলেন, গত ২৮ এপ্রিল সিইপিজেড এলসিবি নামক গার্মেন্টস কর্মী উৎপল তঞ্চঙ্গ্যাকে অসুখের সময় ছুটি না দিয়ে কাজ করানো হয় এবং শেষে উৎপল তঞ্চঙ্গ্যা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি এটাকে কর্তৃপক্ষের অমানবিক ও বর্বর হত্যাকান্ড বলে অভিহিত করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সোনাবি চাকমা বলেন, আমরা শ্রমিক, আমাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন করতে হবে।
হৃদয় তঞ্চঙ্গ্যা চট্টগ্রামে উৎপল তঞ্চঙ্গ্যার মৃত্যুকে হত্যাকান্ড বলে অভিহিত করে এবং তার মৃত্যুর জন্য কর্তৃপক্ষ দায়ী বলে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
https://hillvoice.net/en/bn/2025/05/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-6/

Hill Voice #ChittagongHillTracts #InternationalWorkersDay #independence #humanrights #virals #tranding


চট্টগ্রামে পাহাড়ী শ্রমিক ফোরামের উদ্যোগে ‘মে দিবস’ পালিত, উৎপল তঞ্চঙ্গ্যার মৃত্যুর বিচার দাবি

(Feed generated with FetchRSS)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *