Google Alert – পার্বত্য চট্টগ্রাম
চট্টগ্রামসহ দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম বিভাগের পার্বত্য এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় স্থানীয়দের জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ বার্তায় জানানো হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগের অনেক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।