Google Alert – পার্বত্য চট্টগ্রাম
চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৯। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
প্রাথমিকভাবে কোথাও কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্পের সময় বাসাবাড়ির দরজা-জানালা হঠাৎ কেঁপে ওঠে। অনেকেই আতঙ্কিত হয়ে বাসা থেকে বের হয়ে আসেন। ভূমিকম্পের স্থায়িত্ব কয়েক সেকেন্ড হলেও এতে নগরজুড়ে স্বল্প সময়ের জন্য উদ্বেগ ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ইউনিটের ওয়্যারলেস সুপারভাইজার সঞ্জয় কুমার বিশ্বাস জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। এটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৪০৯ কিলোমিটার।
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।