Google Alert – সেনাবাহিনী
সেনাবাহিনীর হেলথ ক্যাম্পে চিকিৎসাসেবা নিচ্ছেন স্থানীয়রা।
চট্টগ্রাম: নগরের আকবরশাহ থানার লতিফপুর সংলগ্ন দুর্গম মীরপুরে হেলথ ক্যাম্প করেছে হালিশহরস্থ বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুল।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে দিনব্যাপী ক্যাম্পে নারী, শিশুসহ আড়াই শতাধিক মানুষকে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
এলাকাবাসী বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, পরামর্শ এবং ওষুধ পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, চলমান ‘ইন এইচ টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন’র অংশ হিসেবে এই হেলথ ক্যাম্প।
এর আগে গত ৩০ জুন হালিশহর জেলে পাড়ায় স্বাস্থ্যসেবা দিয়েছে আর্টিলারি সেন্টার ও স্কুল। ভবিষ্যতেও এ সেবা অব্যাহত থাকবে।
এআর/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।