Google Alert – পার্বত্য চট্টগ্রাম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পাহাড় থেকে ছয়জন ‘সশস্ত্র সন্ত্রাসীকে’ আটক করেছে সেনাবাহিনী। গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল আমতলী এলাকার একটি পাহাড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, মং চালু (৩৬), মনুচিং মারমা (৪০), লুকু – ম, (৩৬) লুসাই মারমা (৩০), চাইসাও (৪০) এবং চাচিংপু মারমা (৩৮)। তাদের সবার বাড়ি বান্দরবান জেলায়।
চন্দনাইশ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় সাংবাদিকদের জানান, চন্দনাইশের উত্তর-পূর্ব পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে স্থানীয়রা তাদের ঘিরে ফেলে। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।
তাদের কাছ থেকে একটি শুটার গান, ৩০ রাউন্ড গুলী এবং ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের মতে, বান্দরবান থেকে সন্ত্রাসীরা নিয়মিত চন্দনাইশে এসে স্থানীয়দের অপহরণ, মারধর, এবং চাঁদা আদায়সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালায়। সোমবার আবারও একদল সন্ত্রাসী পাহাড়ে অবস্থান নিয়েছে এমন খবর পেয়ে গ্রামবাসী তাদের ঘিরে ফেলে এবং সেনাবাহিনীকে খবর দেয়।