চট্টগ্রাম আদালতে পিপি অফিস থেকে ২ হাজার মামলার নথি ‘উধাও’

Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেশাল করেসপডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ১০:২৪ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১২:২৮

আদালত ভবন, চট্টগ্রাম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম আদালতে সরকারি আইন কর্মকর্তার (মহানগর পিপি) কার্যালয় থেকে প্রায় দুই হাজার মামলার নথি উধাও হয়ে গেছে।

এ ঘটনায় চট্টগ্রাম মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া রোববার (৫ জানুয়ারি) রাতে নগরীর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম সারাবাংলাকে জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

পিপি মফিজুল হক ভূঁইয়া জানিয়েছেন, হত্যা, মাদক, চোরাচালান, অস্ত্র ও বিস্ফোরকসহ প্রায় ১ হাজার ৯১১টি মামলার নথি (কেস ডকেট বা সিডি) খুঁজে পাওয়া যাচ্ছে না। মহানগর পিপি’র এখতিয়ারে থাকা অন্তঃত ৩০টি আদালতে চলমান মামলার নথি এগুলো।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত কক্ষের পাশেই পিপি’র কার্যালয়। এ কার্যালয়ের অভ্যন্তরে স্থান সংকুলান না হওয়ায় নথিগুলো বাইরের বারান্দায় মেঝেতে রাখা হয়েছিল। রোববার দুপুরের দিকে নথিগুলো উধাওয়ের বিষয়টি জানাজানি হয়।

সারাবাংলা/আরডি/এইচআই

চট্টগ্রাম আদালত
নথি ‘উধাও’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *