চন্দনাইশে পূজামণ্ডপ পরিদর্শনে সেনা কর্মকর্তারা

Google Alert – সেনা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন ১০ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান।

সন্ধ্যা সাড়ে ৭টায় গাছবাড়ীয়া সার্বজনীন হরি মন্দির পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হরি মন্দিরের সভাপতি ডা. মিলন ধর।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় দুর্গাপূজা সুন্দর, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন সম্ভব হবে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।’

এ সময় পূজামণ্ডপগুলোর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ফজলে রাব্বি, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন, চন্দনাইশ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়সহ সেনাবাহিনীর সদস্য ও পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *