Google Alert – বাংলাদেশ
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ শেষেও বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। অক্টোবরেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লাল-সবুজেরা। এই সিরিজের জন্য আজ (২৮ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক, নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন তিনি।
এদিকে লিটনের জায়গায় অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার স্কোয়াডে ডাক পেয়েছেন। ৩২ বছর বয়সী এই বাঁ-হাতি ওপেনার এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন না।
মূলত, সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন। একই কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামতে পারবেন না তিনি। জানা গেছে, চোট থেকে সেরে উঠত অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগবে তার।
লিটনের ইনজুরির সবশেষ অবস্থা জানিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, ‘লিটনের বাঁ পাশের পেটের পেশিতে গ্রেড ১ সাইড স্ট্রেইন ধরা পড়েছে। তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং এ কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলা সম্ভব হচ্ছে না।’
আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজের জন্য দল: জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মো. সাইফউদ্দিন, সৌম্য সরকার।