চাঁদপুরে যৌথবাহিনীর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত : সংবাদ অনলাইন

Google Alert – BD Army

চাঁদপুরে যৌথবাহিনীর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত

প্রতিনিধি, চাঁদপুর : বুধবার, ০৬ আগস্ট ২০২৫

চাঁদপুর জেলার আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে চাঁদপুর সদর, হাজিগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক পৃথক ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে ৩০৩টি যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এই সময় পাঁচটি মোটরসাইকেল জব্দ ও ৩০ হজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা বারোটা পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন চাঁদপুর সদর উপজেলা বাবুরহাট এলাকায় পুলিশের সঙ্গে সমন্নয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গড়িতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে সর্বমোট ১৩৩টি যানবাহন তল্লাশি করা হয়। মোটরসাইলে চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং লাইসেন্স না থাকার জন্য ৫টি মোটরসাইকেল জব্দ করে থানায় প্রেরণ করা হয়ছে। একই দিন হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে যৌথবাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করা হয়। উক্ত যৌথ অভিযানে সর্বমোট ৭০টি যানবাহন তল্লাশি করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *