Google Alert – আর্মি
দেশের চলমান পরিস্থিতিতে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনী পৃথক চেকপোস্ট বসিয়ে ৪ শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের ৩২টি মামলায় মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
বিকেলে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেন।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার বাবুরহাট এলাকায় চেকপোস্টে ১০৯টি যানবাহনে তল্লাশি চালিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতি ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৯ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
হাজীগঞ্জ উপজেলার রামগঞ্জ সড়কে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০টি যানবাহনে তল্লাশি চালিয়ে ১৩ মামলায় ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চেকপোস্টে ১০৩টি যানবাহনে তল্লাশি চালিয়ে ১০ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থী ও অবৈধ কার্যক্রম দমন এবং আইনের শাসন সমুন্নত রাখতে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।