চাঁদপুর জেলা আ.লীগ নেতা আটক

Bangla News


তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী

চাঁদপুর: সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের প্রথমদিনের অভিযানের অংশ হিসেবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের ট্রাকঘাট এলাকায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।


আটক এসডু পাটওয়ারী রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসা করতেন। তিনি পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী  ডা. দীপু মনির অনুসারী হিসেবে পরিচিত।


জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, আটক এসডু পাটওয়ারীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল আওয়ামী লীগের এই নেতাকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।


বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *