‘চাঁদাবাজ ধরা পড়তেই সেনাবাহিনীর তোয়াজ’—বিস্ফোরক মন্তব্য ইমির

Google Alert – সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল শাখার মুখ্য সংগঠক সারজিস আলম। তবে তার সেই পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। রবিবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সেনাবাহিনী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করে একটি পোস্ট দেন সারজিস আলম।

সারজিসের এই পোস্ট শেয়ার করে একই দিনে কড়া প্রতিক্রিয়া জানান এনসিপির সাবেক কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি লিখেছেন, ‘এক টিম চাঁদাবাজ ধরা পড়তেই সেনাবাহিনীর তোয়াজ শুরু হয়ে গেছে।’

সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে আলোচনায় আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতাকর্মীর নাম। সাবেক সাংসদ শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ পাঁচ ছাত্রনেতা। সূত্র বলছে, এই ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতাকর্মীর সরাসরি সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

ইমির প্রতিক্রিয়ায় পরোক্ষভাবে এই ঘটনার প্রতি ইঙ্গিত রয়েছে বলেই মনে করছেন অনেকে। কেউ কেউ বলছেন, দলের ভেতরেই এখন সেনাবাহিনীর ভূমিকা ও বিতর্কিত ছাত্রনেতাদের নিয়ে ভিন্নমত তৈরি হয়েছে। এ বিষয়ে সারজিস আলম কিংবা এনসিপির কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *