Sarabangla | Breaking News | Sports | Entertainment
রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ‘১০ লাখ টাকা চাঁদা’ না দেওয়ায় বিএনপি নেতা ও তার ছেলের হামলায় আহত হয়েছেন মো. মাসুম শেখ (৪৫) নামে এক ইতালি প্রবাসী।
শুক্রবার (১৫ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে।
আহত মাসুম শেখ বালিয়াকান্দির সামাদ শেখের ছেলে। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মাসুম শেখ বলেন, বৃহস্পতিবার রাতে ইতালি থেকে তিনি দেশে ফেরেন। শুক্রবার জুমার নামাজ পড়ে বাবার কবর জিয়ারত শেষে বাড়ি ফিরছিল। এ সময় তার পথ আটকায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু ও তার ছেলে ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলুসহ আরও কয়েকজন। তখন তারা ১০ লাখ টাকা দাবি করেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও জানান, তার স্ত্রী বালিয়াকান্দি কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা থাকাকালীন তাকে প্রায়ই উত্ত্যক্ত করা হতো। এ নিয়ে থানায় একটি মামলাও হয়েছিল। পরে তার স্ত্রী বালিয়াকান্দি থেকে ফরিদপুরে বদলি হয়ে গেলে মামলাটি প্রত্যাহার করে নেন।
মাসুম শেখ অভিযোগ করেন, অভিযুক্তরা বিভিন্ন সময়ে তার কাছে টাকা দাবি করতেন এবং এ বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ঘটনায় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খোন্দকার শফিউল আজম শিবলুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ওই ইতালি প্রবাসীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।