চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন 

Samakal | Rss Feed


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন 

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

2025-08-14

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৩ জনকে পুশইন করে বিএসএফ সদস্যরা।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে বিজিবি জানায়, পুশইন হওয়ারা সবাই বাংলাদেশের নাগরিক।  

তারা হলেন, যশোরের মনিরামপুর গ্রামের মো. বিল্লাল হোসেন (৩২), টাংগাইল জেলার বিষ্ণু বর্মণ (৩৪), কুমিল্লা জেলার মো. রবিউল ইসলাম (৩০), খুলনার  পিন্টু শেখ (৩০), রংপুরের মো. আনোয়ার হোসেন (৩৬), লালমনিরহাটের টিটু প্রামাণিক (৩০), কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার মো. মেহেদী হাসান মুন্না (২৯),  মো. সেলিম (২৯) ও মো. রুলাস (৩২), রাজশাহীর বাঘার মেহের আলী (৩২), পঞ্চগড়ের মো. রহমত (৪০), ময়মনসিংহের মো. তহিল উদ্দিন সিকদার (৪০) এবং ঠাকুরগাঁওের মো. মোশারফ আলী (২১)।

৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোর ৫টার দিকে চামুশা সীমান্ত দিয়ে পুশইন হবার খবর পেয়ে চাঁনশিকারী বিওপি’র টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখা হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সবাই বাংলাদেশি।  

এর আগে একই উপজেলা দিয়ে ৩ মাস আগে ৭ জনকে পুশইন করেছিল বিএসএফ। 

© Samakal

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *