Independent Television
চাঁপাইনবাবগঞ্জে মাদক জব্দ করতে গেলে বিজিবি সদস্যদের অবরুদ্ধ করা হয়। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার বাখেরআলী বিজিবি ক্যাম্পের অদূরে ৪ নম্বর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিজিবি সদস্যরা সেখান থেকে ফেনসিডিল ও ভারতীয় রুপিসহ একজনকে আটক করেছে।
চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তির নাম সাজিদ আহম্মেদ টুটুল। তিনি সদর উপজেলার রামচন্দ্রপুরের ফজলুর রহমানের ছেলে।
বিজিবি অধিনায়ক বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবির বাখেরআলী বিওপির একটি টহলদল গোপন সংবাদের ৪ নম্বর বেড়িবাঁধ এলাকার একটি আম বাগানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে কয়েকজন পালিয়ে গেলেও বিজিবি সদস্যরা সাজিদ আহম্মেদ টুটুলকে আটক করে। পরে সেখান থেকে ১৫২ বোতল ফেন্সিডিল, একটি খালি মদের বোতল, ৫টি মোটরসাইকেল ও ৫৪ হাজার টাকা জব্দ করা হয়। বিজিবির অভিযান পরিচালনার সময়ই আটক টুটুলের পালিয়ে যাওয়ায় সহযোগীরা গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে এসে বিজিবির সদস্যদের অবরুদ্ধ করে। পরে ক্যাম্প থেকে অতিরিক্ত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিজিবি জানিয়েছে, ঘটনার সময়কার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা একটি রাজনৈতিক দলের কর্মী। বিজিবির অভিযানের সময় মব সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টুটুলকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সময়কার ছড়িয়ে পড়া ওই ভিডিওতে বিজিবি সদস্যদের ওপর কয়েকজনকে বারবার চড়াও হতে দেখা যায়। তাদের একজন বলছিলেন, ‘পোশাকের গরম দেখাবেন না। আগে মাল (মাদক) দেখান। তারপর টুটুলকে নিয়ে যান।’
এদিকে ঘোড়াপাখিয়া ইউপি চেয়ারম্যান মামুন অর রশিদ জানান, ঘটনাটি তার ইউনিয়নের মধ্যে। তবে ঘটনা সম্পর্কে তেমন বিস্তারিত কিছু জানেন না। তিনি বলেন, ‘বিজিবি সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি বা গ্রাম পুলিশের কাছে কোনো সহযোগিতা চাননি। তবে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে শুনেছি এবং ফেসবুকে ভিডিও দেখেছি।’