CHT NEWS
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খাগড়াছড়িতে
ইউপিডিএফের আয়োজিত বিক্ষোভ সমাবেশে রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে বাহিনীর সন্ত্রাসী
কর্তৃক সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চার সংগঠন।
আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫), সংবাদ
মাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি নীতি
চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের
সভাপতি কণিকা দেওয়ান এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থান
দিবস (ফ্যাসিস্ট হাসিনার পতন দিবস) উপলক্ষে “অবিলম্বে পূর্ণস্বায়ত্তশাসন দাবি মেনে
পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণের দাবিতে”খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ারে আজ ইউপিডিএফের নির্ধারিত বিক্ষোভ
সমাবেশ ছিল। সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থল চেঙ্গী স্কোয়ারে
পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নিয়ে থাকা ঠ্যাঙাড়ে বাহিনীর সন্ত্রাসীরা হামলা চালায়।
তারা সমাবেশে অংশগ্রহণকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে পূর্ণমুখী চাকমা
(৫৩), স্বামী- মৃত শরবিন্দু চাকমা নামে এক নারী আহত হন। তার বাড়ি পেরাছড়া এলাকায়। ঘটনাস্থলের
পাশে পুলিশ উপস্থিত থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে।
অপরদিকে, আজ সকালে দীঘিনালা, মহালছড়ি
ও পানছড়ি থেকে সমাবেশে আসার সময় পথে পথে সন্ত্রাসীরা বাধা দেয় এবং লোকজনকে বহনকারী
গাড়ি আটকে দিয়ে ফেরত পাঠিয়ে দেয়।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন,
গত বছরের এই দিনে শিক্ষার্থী-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও
পাহাড় এখনো ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বহাল রয়েছে। এখনো সেনা-প্রশাসনের মদদে ঠ্যাঙাড়ে
সন্ত্রাসীরা জনগণের ন্যায্য আন্দোলন দমনে তৎপর রয়েছে। আজকের পুলিশের সামনে সমাবেশে
হামলা তারই দৃষ্টান্ত। এ হামলার দায় ইউনূস সরকার কোনভাবেই এড়াতে পারে না।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী অস্ত্রধারী
সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।