চাল বাজারে তদারকি, ১৩৮ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

Kalbela News | RSS Feed

চালের মূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে দেশব্যাপী বাজার তদারকি কার্যক্রম চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ জুলাই) দেশের ৪৪টি জেলায় পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে ১৩৮টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় পরিচালিত অভিযানে অধিদপ্তরের ১০ কর্মকর্তার নেতৃত্বে গঠিত ১০টি টিম রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, লালবাগ, মধ্য বাড্ডা, মোহাম্মদপুর বাজার, টাউন হল বাজার, মিরপুর-১০ এবং ষাট ফিট এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।

এই অভিযানে ভোক্তা অধিকারবিরোধী কার্যকলাপের জন্য ২২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তাদের অধিকার রক্ষায় নিয়মিত এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *