চুক্তি বিরোধী ইউপিডিএফের চাঁদা কালেক্টর কর্তৃক ৪জন ত্রিপুরা গ্রামবাসীকে হুমকি ও মারধর – হিল ভয়েস

হিল ভয়েস

হিল ভয়েস, ৫ ডিসেম্বর ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় সাজেকের মাজলং বাজারে যাওয়ার পথে ব্রিজ পাড়াতে যাত্রীবাহী গাড়ী আটকিয়ে সাধারণ গ্রামবাসীদের অকথ্য গালি-গালাজ, হুমকি এবং বেধড়ক মারপিট করেছে বলে অভিযোগ ওঠে ইউপিডিএফের চাঁদা কালেক্টর ধলাপুনো আর আপন চাকমার বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মাজলং বাজারে যাওয়ার পথে ব্রিজপাড়াতে উক্ত ঘটনা ঘটে।

মারধরের শিকার উক্ত ব্যক্তিরা হলেন, বনিকা ত্রিপুরা(২২), পিং: নিরন্জয় ত্রিপুরা; তনেন্দ্র ত্রিপুরা(২১), পিং: খরেন্দ্র ত্রিপুরা; চন্তন মোহন ত্রিপুরা(৪০), পিং: বরেন্দ্র ত্রিপুরা; চগেন্দ্র ত্রিপুরা(২০), পিং: অলেন্দ্র ত্রিপুরা, তারা চার জনই খরেন্দ্র ত্রিপুরা পাড়ার বাসিন্দা।

উল্লেখ্য, মাজলং এলাকায় বেশ কয়েকটি পাড়া থেকে ইউপিডিএফের উক্ত দুই চাঁদা কালেক্টরের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ বেশ আলোচিত। মোবাইল ফোনে হুমকিমূলক আচরণ, জনগণকে হয়রানি, বাজার চেক করা ও কেড়ে নেওয়া, জেএসএসকে সহযোগিতার অভিযোগ তোলা ইত্যাদি কর্মকান্ডের জেরে এলাকার জনগণ তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

ভুক্তভোগী ও মারধরের শিকার এক ব্যক্তি বলেন, অহেতুক প্রশ্ন করে সাধারণ জনগণের উপর চাপ সৃষ্টি, মিথ্যা অভিযোগ শুনতে শুনতে জনগণ প্রায় আজ অতিষ্ঠ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *