চুক্তি বিরোধী ইউপিডিএফ কর্তৃক এক মারমা অবসরপ্রাপ্ত সেনা সদস্য অপহৃত – হিল ভয়েস

হিল ভয়েস

হিল ভয়েস, ২ নভেম্বর ২০২৪, রাঙামাটি: গত ২৯ অক্টোবর রাঙামাটি পার্বত্য জেলাধীন কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ডলু এলাকা থেকে চুক্তি বিরোধী ইউপিডিএফ কর্তৃক অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সদস্যের নাম রুইচাউ মারমা (৭৫), কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ডলু এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানান, অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য রুইচাউ মারমাকে চুক্তি বিরোধী ইউপিডিএফের চাঁদা কালেক্টর রিমনসু ওরফে টুইক্কা মারামা ও পোষ্ট পরিচালক চাইসিউ ওরফে অভি মারমার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) উক্ত সেনা সদস্যকে তার নিজ বাড়ী থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণকারীরা তাকে দূর্গম বড়ইছড়ি এলাকার দিকে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে ভয়ে এতোদিন কেউ মুখ খোলেননি। ফলে মঙ্গলবার অপহরন করা হলেও শুক্রবার বিকেলে তা জানাজানি হয়। বড়ইছড়ি এলাকাটি মূলতঃ চুক্তি বিরোধী ইউপিডিএফ গ্রুপের শক্তিশালী ঘাটি হিসেবে পরিচিত। কাউখালীর এ এলাকাটিতে ইউপিডিএফ যুগের পর যুগ এক ধরনের আধিপত্য বিস্তার করে আসছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *