চুপিচুপি যা করছিলেন সেনাপ্রধান, জানালেন সারজিস আলম

Google Alert – সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: চোখের আড়ালে নীরবে কিন্তু নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার পর থেকে প্রতি শনিবার তিনি যাচ্ছেন সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) ভর্তি থাকা আহতদের দেখতে। বিষয়টি এতদিন গণমাধ্যমের আলোচনার বাইরে থাকলেও এবার তা সামনে আনলেন ন্যাশনাল কনসার্ন পার্টি (এনসিপি) এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম লিখেছেন,

“২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রতি শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের দেখতে। এটা সব উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলেও তার চেয়ে বেশি হবে।”

তিনি জানান, সেনাপ্রধান আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার মান নিশ্চিত করেন এবং ব্যক্তিগতভাবে তাদের সাহস দেন। এসব কিছু এতদিন আলোচনার বাইরে থাকলেও আজ সেটি সামনে এনে তিনি জানান দিয়েছেন,

“সবচেয়ে সিরিয়াস আহতদের চিকিৎসায় ব্যক্তিপর্যায়ে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে। সেনাবাহিনী ও সেনাপ্রধান এই ব্যয়ের বিষয়েও নজর রেখেছেন।”

আর্থিক সহায়তা ও পুনর্বাসনে সেনাবাহিনীর ভূমিকা

সারজিস আলম তাঁর পোস্টে আরও উল্লেখ করেন,

“আহত ও শহীদ পরিবারদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান।”

এই সহযোগিতা এসেছে কোনো প্রচারণা ছাড়াই— একেবারে নীরবভাবে, মানবিক দায়িত্ববোধ থেকে।

প্রশংসা আর বাস্তবতার সম্মিলন

সারজিস আলমের পোস্টে সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রশংসা থাকলেও তা ছিল নিরপেক্ষ ও তথ্যভিত্তিক। তিনি কেবল একজন সংগঠক হিসেবেই নয়, একজন সচেতন নাগরিক হিসেবেও এমন ভূমিকার স্বীকৃতি দিয়েছেন— যা সাধারণত অনেকে নীরবেই এড়িয়ে যান।

সেনাপ্রধানের এই নিয়মিত সিএমএইচ পরিদর্শন ও আহতদের পাশে থাকা কোনো আনুষ্ঠানিক দায়িত্ব নয়, বরং একটি গভীর মানবিক দায়বদ্ধতার প্রতিফলন। একজন সামরিক নেতা কিভাবে নিঃশব্দে সাহচর্য, চিকিৎসা এবং পুনর্বাসনে ভূমিকা রাখতে পারেন— তার জ্বলন্ত প্রমাণ হয়ে রইল সারজিস আলমের এ পোস্ট।

মো: রাজিব আলী/

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *