চুয়াডাঙ্গার ভারত সীমান্ত থেকে ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার

Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৬ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৮

অবৈধ স্বর্ণ উদ্ধার অভিযানে বিজিবির সদস্যরা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তের হুদাপাড়া থেকে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে.কর্ণেল নাজমুল হাসান শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৮ মিনিটে সংবাদকর্মীদের কাছে পাঠানো এক মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

মেইল বার্তায় জানানো হয়, গত বৃহস্পতিবার (২৭ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় যে দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়ীতে পরিত্যাক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে।

এরই প্রেক্ষিতে তারই সার্বিক দিকনির্দেশনা ও পরিকল্পনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে হুদাপাড়া বিওপির একদল বিজিবি সদস্য সীমান্ত পিলার ৯৬/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামে অবস্থান নেয়। বিজিবি’র সশস্ত্র টহলদল ওই দিন আনুমানিক সন্ধ্যা ৬টায় হুদাপাড়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওই গ্রামের মরহুম রমজান আলী খানের ছেলে হারুনের (৩৫) বসতবাড়ীর অদূরে পরিত্যাক্ত গোয়াল ঘরে তল্লাশি করে। ওই সময় বাড়ীর মালিক হারুন কৌশলে পালিয়ে যায়। বিজিবি টহলদল গোয়াল ঘরের ভিতরে ঝুলানো একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দিয়ে মোড়ানো ২টি প্যাকেট জব্দ করে।

জব্দকরা প্যাকেট হতে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ২কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

এ ব্যাপারে নায়েক ইকবাল হোসেন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছে ও জব্দকরা স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার হবে বলে তিনি জানান।

সারাবাংলা/এনজে

উদ্ধার
চুয়াডাঙ্গা
বিজিবি
সীমান্ত
স্বর্ণ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *