দেশ রূপান্তর
চট্টগ্রামের ফটিকছড়িতে রিহান উদ্দিন মহিন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছে তার দুই বন্ধু মানিক ও রাহাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মাহিনসহ তিন কিশোর চেইঙ্গার ব্রিজ এলাকায় অবস্থানকালে প্রতিপক্ষের একটি গ্রুপ তাদের ধাওয়া করে। প্রাণ ভয়ে তারা একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলে পরে হামলাকারীরা নিচে নামিয়ে ব্রিজের ওপর বেধড়ক পেটায়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত মানিক ও রাহাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করা হয়েছে। কেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।
এলাকাবাসীর দাবি, চুরির সন্দেহ থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে কেবল সন্দেহের বশে এ ধরনের নির্মম হত্যাকাণ্ড ঘটতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
আহতদের পরিবার অভিযোগ করেছেন, তিন কিশোর কেবল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বিনা কারণে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। ক্ষুব্ধ স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।