চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাট-আগুন

RisingBD – Home


কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ২৯ মে ২০২৫  


কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী হোসেনের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৯ মে) বিষয়টি জানাজানি হয়। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আলী হোসেনের স্ত্রী ও চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার বলেন, ‘‘রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে আক্রমণ করে। এসময় তারা আমাদের কেয়ারটেকারকে জিম্মি করে ঘরের দরজায় আগুন ধরিয়ে দেয়। ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ায়। পরে থাই গ্লাস ভেঙে ঘরে ঢুকে মালামাল লুট করে এবং আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড় ও কাগজপত্র পুড়ে গেছে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’’

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলোন, ‘‘খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত চলছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’

জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ আলী হোসেন বর্তমানে কুমিল্লা শহরে অবস্থান করছেন। ২০১৫ সালের পর রাজনীতি থেকে অবসর নেন তিনি। ব্রেন হেমারেজের কারণে চলাফেরাও করতে পারেন না। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা বাড়িতে কেয়ারটেকার তার পরিবার নিয়ে থাকতেন।

ঢাকা/রুবেল/রাজীব

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *