চ্যাম্পিয়ন্স লিগে ৪৩ গোলের রাত, জয় পেয়েছে বার্সা-সিটি-পিএসজি-আর্সেনাল

চ্যানেল আই অনলাইন

গোল উৎসব হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচগুলোতে। ইউরোপের বিভিন্ন শহরে হওয়া ৯টি ম্যাচে মোট ৪৩টি গোল হয়েছে। বিশাল ব্যবধানে বড় জয় তুলেছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, প্যারিস সেইন্ট জার্মেইন, ইন্টার মিলান, বরুসিয়া ডর্টমুন্ডসহ জায়ান্ট দলগুলো।

চ্যাম্পিয়ন্স লিগে তিন রাউন্ড শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল পিএসজি। ৯ পয়েন্ট করে নিয়ে দুইয়ে ইন্টার মিলান, তিনে আর্সেনাল। ৭ পয়েন্ট করে নিয়ে চারে ডর্টমুন্ড ও পাঁচে ম্যানসিটি। বায়ার্ন ছয়ে, রিয়াল ও বার্সা আট এবং নয়ে।

ফেরমিন লোপেজের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে গোল উৎসব করেছে বার্সেলোনা। সুপার লিগ গ্রিসের দল অলিম্পিয়াকোস এফসির বিপক্ষে ৬-১ গোলের বিশাল জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ৭, ৩৯ ও ৭৬ মিনিটের গোলে হ্যাটট্রিক করেছেন ফেরমিন লোপেজ। ৭৪ ও৭৯ মিনিটে দুটি গোল করেছেন মার্কাস র‌্যাশফোর্ড, একটি এসেছে লামিন ইয়ামালের থেকে।

চ্যাম্পিয়ন্স লিগে কাঙ্খিত জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বিপক্ষে সিটিজেনরা জয় তুলেছে ২-০ গোলের ব্যবধানে। ম্যাচের প্রথমার্ধের ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পান সিটি ফরোয়ার্ড গোলমেশিন আর্লিং হালান্ড। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার বের্নাদো সিলভা।

আর্সেনাল-অ্যাটলেটিকো মাদ্রিদের রোমাঞ্চকর ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধ শুরুর পর প্রথমার্ধের পুরো উল্টো চিত্র দেখে অ্যাটলেটিকো। ৫৭-৭০ এই মাত্র ১৩ মিনিটে স্প্যানিশ দলটি হজম করে বসে ৪ গোল। ৫৭ মিনিটে গোলের শুরুটা করেন ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস। ৬৪ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল করেন আরেক ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ৬৭তে ভিক্টর গিয়োকোরেস প্রথম গোলের পর ৭০ মিনিটে দ্বিতীয় গোল করেন গানার্স ফরোয়ার্ড।

প্যারিস সেইন্ট জার্মেইন অন্য ম্যাচে ৭-২গোলের বড় জয় তুলেছে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে। লেভারকুসেনের বে এরিনাতে গোলের শুরু করেন উইলিয়ান পাচো। এরপর ডিজায়ার দুয়ে ৪১ ও ৪৮ মিনিটে দুই গোল করেন। ৪৪ মিনিটে কাভিচা ভারাসকেলিয়া, ৫০ মিনিটে নুনো মেন্ডেস এবং ৬৬ ওসমান ডেম্বেলে একটি করে গোল করেন। লেভারকুসেনের হয়ে দুটি গোল করেছেন অ্যালেক্স গার্সিয়া।

ইতালির ইন্টার মিলান বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সেন্ট-জিলোয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে। ইন্টারের হয়ে ৪১ মিনিটে গোলের শুরু করেন ড্যানজেল ডাম্ফ্রিস। ৪৬ মিনিটে আর্জেন্টাইন লৌতারো মার্টিনেজ ব্যবধান দ্বিগুন করেন। ৫৩ মিনিটে হাকান চালাংগলু এবং ৭৬ মিনিটে ফ্রেন্সিকো এসপেসিতো গোল করলে ৪-০ গোলের জয় পায় ইতালিয়ান জায়ান্টরা।

জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড কোপেনহেগেনের বিপক্ষে জিতেছে ৪-২ গোলের বড় ব্যবধানে। ডর্টমুন্ডের হয়ে গোলের শুরু করেন ফেলিক্স নেমেচা ২০ মিনিটের সময়। ৭৬ মিনিটে তিনি দ্বিতীয় গোল করেন। তার আগে ৬১ র‌্যামি বেনসিবানি এবং ৮৭ মিনিটে ফ্যাবিও সিলভা একটি করে গোল করেন। কোপেনহেগেনের ওয়াল্ডিমার ৩৩ আত্মঘাতী গোল করেন, ৯১ মিনিটে ভিক্টর ড্যাবসন একটি গোল করলে ৪-২ গোলে জেতে ডর্টমুন্ড।

নিউক্যাসল ইউনাইটেড ৩-০ গোলে জিতেছে বেনফিকার বিপক্ষে। পিএসভি আইন্দহোভেন ৬-২ গোলের বড় ব্যবধানে জিতেছে নাপোলির বিপক্ষে। একমাত্র ম্যাচে কাইরাত আলমাতি ড্র করেছে পাফোসের বিপক্ষে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *